দেশে ফলেছে জাপানের আম ‘সূর্যডিম’, গেল প্রধানমন্ত্রীর কাছে

0
476

গড়াই নিউজ ২৪.কম::বাংলাদেশে ফলেছে জাপানের অত্যন্ত মূল্যবান আম ‘সূর্যডিম’ বা এগ অব সান। আন্তর্জাতিকভাবে এটি ‘রেড ম্যাঙ্গো’ নামে পরিচিত হলেও এর জাপানি নাম ‘মিয়াজাকি’। এই আম ফলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সচিবালয়ে শাক-সবজি ও ফল রফতানি বৃদ্ধির লক্ষ্যে করণীয় নিয়ে পর্যালোচনা সভার শুরুতে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এ কথা জানান।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের আম খেয়ে প্রশংসা করেছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘তারা একটি আম উৎপাদন করেন যান নাম সূর্যডিম, অর্থাৎ এগ অব সান। তাদের দেশীয় নাম মিয়াজাকি। একটা আমের দাম ছয় হাজার টাকা। তারা ব্রিটিশ রানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের এই আম উপহার দেয়। খুবই নামকরা।’তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে এই আম রেড ম্যাঙ্গো নামে পরিচিত। সেই জাতও আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। প্রায় ২০টি সেন্টারে গাছ লাগানো হয়েছে, উৎপাদন হয়েছে। গত বুধবার আমি চারটি আম আসাদ গেইট থেকে সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে দেখার জন্য দিয়েছি। কারণ উনি সর্বোচ্চ, উনার দেখা দরকার বাংলাদেশের সম্ভাবনাগুলো কোথায়।’

শাক-সবজি, ফল রফতানি আরও বাড়াতে চায় সরকার

কৃষিমন্ত্রী বলেন, ‘শাক-সবজি, ফলমূল রফতানি করার অপার সুযোগ আমাদের রয়েছে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে যেসব সবজি যাচ্ছে তার বেশিরভাগ ভোক্তা প্রবাসী বাঙালিরা। শুধু বাঙালি মার্কেটে নয়, যারা মাইগ্রেন্ট তাদের মার্কেটে নয়, ইউরোপীয়রা যেখানে কেনাকাটা করে, তাদের ডিপার্টমেন্টাল স্টোর, সেসব জায়গায় আমরা কীভাবে নিতে পারি?’

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ ২৪.কম::