৫ বছরের অস্থায়ী আবাসিক ভিসা দেবে অস্ট্রেলিয়া

0
1891

গড়াইনিউজ২৪.কম:: অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা পাঁচ বছরের অস্থায়ী আবাসিক ভিসার জন্য আবেদন করতে পারবে। ফলে অভিবাসী পরিবারের সদস্যদের স্থায়ী ভিসা পাওয়ার প্রত্যাশায় দশক ধরে অপেক্ষার পালার অবসান হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া সরকার এ কথা জানিয়েছে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী আলেক্স হোয়াক জানান, বর্তমান ভিসা কর্মসূচির ব্যাপারে লোকজনের হতাশার কথা সরকার অবহিত হওয়ার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। এত দিন অস্ট্রেলিয়ার অভিবাসী পরিবারের সদস্যরা ভিসা কর্মসূচির মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে চাইলে তাদের স্থায়ী আবাসিক ভিসার জন্য আবেদন করতে হতো। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ তালিকায় থাকতে হতো তাদের। নতুন ভিসা পরিকল্পনার আওতায় অভিবাসীরা তাদের পরিবারের উদ্যোগের ব্যাপারে স্পন্সর করতে পারবে এবং তারা পাঁচ বছরের ভিসা পাবে।
সূত্র : বাসস।