আইডিয়াল পাবলিক স্কুল এর পরিচালক এলাকাবাসীর কাছে পাগল নয়ন হিসাবে পরিচিত!

0
2518

কুষ্টিয়া অফিস:: কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া কানাবিলের মোড়ে অবস্থিত আইডিয়াল পাবলিক স্কুল এন্ড চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক কে এই নয়ন?, কি তার পিছনের ইতিহাস, আর বর্তমানেই বা কি তার কাহিনী, এই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন। বর্তমানে আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এই পরিচালক নয়ন নাম পরিবর্তন করে স্বপ্নীল ভাই নামে চালিয়ে যাচ্ছে রেজিষ্ট্রেশন বিহীন আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ নামের ভূয়া কোচিং। যার নেই কোন সরকারি লাইসেন্স, সুশিক্ষিত শিক্ষক মহল ও শিক্ষার উপযুক্ত পরিবেশ। কোন রকম সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তার নিজের মন গড়া নিয়মে শিক্ষাকে পণ্য বানিয়ে প্রতারণা করছে ছাত্র-ছাত্রীদের সাথে। এমনকি কথিত পরিচালক নয়ন ওরুপে স্বপ্নীল ভাই কতটুকু উচ্চ শিক্ষায় শিক্ষিত এ বিষয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মহল। জানা যায় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন ২০১০ সালে সর্বপ্রথম নিউ জিনিয়াস কোচিং এর নাম করন করে শিক্ষার নামে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম ও অর্থ বানিজ্য। প্রথম দিকে পড়াশোনার মান ভাল থাকলেও কিছু দিন পর বেরিয়ে আসে কথিত পরিচালক নয়নের থলের বিড়াল। ছাত্র-ছাত্রীদের সাথে অ-শালিন আচরন ও অর্থ বাণিজ্যের কারনে অল্প দিনেই গুটিয়ে যায় তার শিক্ষা বাণিজ্য। বিভিন্ন সময় নানা ধরনের অপকর্মে হাতে নাতে ধরা পড়ে শাস্তি পেলেও থেমে থাকেনি তার কূৎসিত মনের নানা ধরনের কূ-কাজ। যার ফল ভোগ করতে হয়েছে উক্ত কোচিং এর বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের। নিউ জিনিয়াস কোচিং পরিচালক নয়ন নানা অপকর্মে বিতর্কিত হওয়ার পর আবার শুরু করে চ্যালেঞ্জ নামক কথিত কোচিং এবং তার কিছুদিন পর মনের ইচ্ছা মত আইডিয়াল পাবলিক স্কুল নামে একটি স্কুল খুলে বসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আইডিয়াল পাবলিক স্কুল এ পড়া শোনার থেকে গল্প ও আড্ডায় বেশি হয়ে থাকে। স্কুলের শিক্ষিকারা ছাত্রীদের কে দিয়ে মাথার চুল বাধায়, মাথার উকুন তোলায় এবং পড়াশোনা বাদ দিয়ে খোশ গল্পে মেজে থাকে, আর এই স্কুলের জন্য অন্যান্য স্কুলের সুনাম নষ্ট হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে কমলমতি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসিক বেতন ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। এছাড়াও বিভিন্ন গাইড থেকে সীট ফটোকপি করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ভাল শিক্ষার কথা বললেও সেখানে নেই কোন ভাল শিক্ষক ও শিক্ষার উপযুক্ত পরিবেশ । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু লোক জানান, আইডিয়াল পাবলিক স্কুল ও চ্যালেঞ্জ কোচিং এর পরিচালকের কিছু মস্তান বাহিনী আছে, সে সব সময় পাগল সেজে থাকে আর পাগল সেজে সে সন্দেশ খায়, এমনকি তার সাথে জঙ্গিদেরও আতাত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন ছাত্র জানায়, এখানে পড়াশোনা ভাল না হলেও পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ের প্রশ্ন ম্যানেজ করে কথিত পরিচালক নয়ন । আর এই কারনেই ভূক্ত ভোগি ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার আশায় তার কাছে পড়তে যায় এবং স্কুলে ভর্তি হয়। অনেকের ধারনা আইডিয়াল পাবলিক স্কুল এন্ড চ্যালেঞ্জ কোচিং এর পরিচালক নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস করা চক্রের সাথে জড়িত। তাই ছাত্র-ছাত্রীদের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল। তা না হলে, যে কোন সময় ঘটাতে পারে বড় ধরনের দূর্ঘটনা এমনি ধারনা করছেন অনেকে।

আগামীকাল পড়–ন নয়ন থেকে স্বপ্নীল নয়ন জঙ্গী হওয়ার ইতিহাস!