পবিত্র হজ পালিত হবে ২০ আগস্ট

0
1054

গড়াইনিউজ২৪.কম:: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২০ আগস্ট পালিত হবে এবারের পবিত্র হজ। আর ২১ আগস্ট দেশটিতে পালিত হবে পবিত্র ইদুল আজহা। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল আলাবিয়্যা। শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রবিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১২তম মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়। আর পবিত্র হজ পালিত হয় এর একদিন আগে ৯ জিলহজ। এদিন আরাফার ময়দানে সমবেত হন লাখ লাখ হজযাত্রী। সেখানে হজের ইমাম খুতবা দেন। এটাই হজের মূল আনুষ্ঠানিকতা। এদিকে বিশ্বের নানা প্রান্ত থেকে ইতোমধ্যে লাখ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। তবে ৭ জিলহজ হজের আনুষ্ঠানিকতা শুরু হবে মিনায় সবার সমবেত হওয়ার মধ্য দিয়ে।