শাহানা পারভীন রেখার কবিতা ! তোমার অপেক্ষায়!

0
2777
লেখক ও কবি: শাহানা পারভীন রেখা

! তোমার অপেক্ষায়!
শাহানা পারভীন রেখা

কবি: শাহানা পারভীন রেখা
কবি: শাহানা পারভীন রেখা

কত দিন, কত রাএি,
কত শরৎ,কত বসন্ত
এমনি করে চলিতেছি
ভবের এই সংসারে।
কত কাজ, কত ব্যাস্ততা।
কত আলোর মিছিল,

সুখ দুঃখ,আলো ছায়ার রুদ্ধদ্বার।
বাতাস কাঁদে ঝরিয়ে শিউলি,
ওগো প্রিয়তম কোথা তুমি?
রক্ত আমার নিমেষহারা।

সবই কি তোমার ছদ্মবেশীর
খেলার ছল?
অশ্রুজলে সিগ্ধ দু নয়নে
চেয়ে আছি,
দিগন্তের ওপারে।

বুকের মাঝে তোমার নেশা,
তুচ্ছ এ প্রানের মায়া।
অপূর্ব তোমার প্রেমো খেলা।
ভক্তের প্রানে মূর্তিকার।
বিশ্ব জগতে তুলিয়া ঝড়
থাকো তুমি নিরাকার,নিশ্চুম।

এ কি সবই
তোমার ছদ্মবেশীর
খেলার ছল?

এিভূবনেশ্বর শুনতে কি পাওনা
এ দুঃখীর
ব্যাথিত প্রানের আর্তনাদ?
সুমধুর তোমার অবতার রূপ
ত্যাগের পূর্ন মূর্তি।

কেন তবে এতো পূজা,এতো আরাধনার পরেও
আসো নাকো তুমি তীর্থ নীড়ে?
নীচ আমি,তুচ্ছ আমি
প্রভু তুমি
ঘৃনা কি তোমায় সাজে।

জগতের সবজন এইজন্যে
পূজো তোমায় করে।
আসো তুমি এই অভাগীর
তীর্থ নীড়ে!

না হলে বুঝবো সবই তোমার
ছদ্মবেশীর খেলার ছল।

! Waiting for you
Shahana Parvin Rekha

How many days, how much Naight,
How many autumn, how many spring
I’m doing the same
In this world of Bhabha.
How much work, how much traffic
How much light procession,

Happiness is sadness, the shadow of the light shadow
The wind tears down,
Where are you dear
Blood is my nympho.

Is all your impersonation
Play the game?
In tears flooded two eyes
Than am
Over the horizon.

Your passion in the chest,
Mayan of this life is trivial.
Apurba is your love game
The idol of the devotee
Storm in the world
You are a formless, restless

What is this?
Your Incognito
Play the game?

Do not listen to Eidhibeshwar
The sad at this
The screamed pain of the victim?
Sumadhu is your avatar
Idol of sacrifice

Why do so many worship after so much worship?
Come on nako you are thirteen nest?
I am meeless
God you
What hatred is it to you?

For all of the world’s reasons
Pooja makes you
Come on, you’re the loser
Pure nest!

If not, then I’ll understand everything
False game of incognito.