কুষ্টিয়া শিল্প ও বাণিজ্য মেলায় জমজমাট জুয়ার আসর! যেন দেখার কেউ নেই

0
1387

কুষ্টিয়া অফিস,গড়াইনিউজ২৪.কম:: সাহিত্য-সংস্কৃতির অপরুপ সম্ভারের পরিপূর্ণ কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী যেমন তেমনি সংবাদপত্রের জেলা হিসেবে পরিচিত এক অনবদ্য। আজ সেই গৌরবময়কৃত এই জেলাবাসী দীর্ঘদিন ধরে শিল্প ও বাণিজ্য মেলার জুয়ার জরে আক্রান্ত। সারা শহর ও ডিস চ্যানেলে শুধু ভাসছে জুয়ার প্রসংসার কথা। বিশিষ্ট ব্যাক্তিদের মুখ বন্ধ করাতে আজ সাধারণ মানুষের মুখে ছিঃ-ছিঃ শব্দ বলাও গোপনে থেমে নেই,তবুও কর্তপক্ষ চোখ বুজে রয়েছেন। গোপন আড়ালে অনেক মহলের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় থেমে নেই এখানকার অনিয়ম ও আইন ভঙ্গের কর্মকান্ড। প্রকাশ্যেই এভাবেই এখানে অনিয়ম প্রতিষ্ঠা পেয়েছে নিয়ম/অনিয়মের স্বীকৃতিতে।নিয়ম নীতির ব্যাত্যয় প্রকাশ্যে লক্ষ টাকার জুুয়া বানিজ্যের আসর চললেও অদৃশ্য ঈশারায় সবকিছু জেনেও সবাই/কর্তপক্ষ কেন নিরব !আর মেলার জুয়ার টাকা কোন মহলের মাঝে ভাগাভাগির দাপটে লিখেও কি টিকতে পারবে কোন সাংবাদিক/লেখক! দূর্বৃত্তদের উপস্থিতি রেখে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেই চলছে কি এসব? সাধরণ মানুষের মুখে শুধু এব কথায় ছেয়ে গেছে কুষ্টিয়া জুড়ে। আজ শহরের প্রানকেন্দ্রের এই মেলার মাঠে প্রতিদিন মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে গান বাজনা চললে তা শিক্ষার্থীদের পড়ালেখার উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে তা একজন সাধারণ শিক্ষার্থী বা অভিভাবকের বোধগম্য হলেও এখানকার সংশ্লিষ্ট কর্তপক্ষের দায়িত্বরত ব্যক্তিদের বোধে আসে না ! তাহলে এটাকে ঘৃণা প্রকাশ ছাড়া কিছুই করার নেই কারো।এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন কয়েকজন বিক্ষুব্ধ অভিভাবক।আমাদের কুষ্টিয়ার সুনাম রক্ষার্থে প্রতিবাদে আজ বিশেষ মহলকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সাধারণ জনগণ।