কক্সবাজারে তিন দিনের বৃষ্টিতে থমকে গেছে লবণ চাষ!

0
2075
কক্সবাজার প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম::কক্সবাজারে চলতি তিন দিনের বৃষ্টিতে থমকে গেছে জেলার ৬০ হাজার একর জমির লবণ চাষ। দেশের অন্যতম লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারে চাষের মৌসুমে বৃষ্টি হওয়ায় কয়েক কোটি টাকার লবণ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে লবণ চাষিরা। ২০-২২ এপ্রিল এই তিন দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় দুই লাখ টনের বেশি লবণ। ফলে কয়েক’শ কোটি টাকার ক্ষতির পাশাপাশি এক সপ্তাহ লবণ উৎপাদন বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে। এতে বিপাকে পড়েছে চাষিরা। জানা যায়, চলতি মৌসুমে কক্সবাজার জেলার হাজার হাজার লবণ শ্রমিক, চাষি ও ব্যবসায়ীরা আবহাওয়া অনুকূল থাকায় আশাতীত উৎপাদনের লক্ষ্যে লবণ চাষ শুরু করে। কিন্তু গত ১০মার্চ প্রবল বৃষ্টিতে চাষ প্রায় চার/পাঁচদিন পিছিয়ে যায়। আবারো গত ৩এপ্রিল হতে টানা কয়েকদিন গুড়ি গুড়ি বৃষ্টি ও দুর্যোগ আবহাওয়া বিরাজমান থাকায় লবণ চাষ ব্যাহত হয়। প্রচণ্ড গরমের পর গত ২০ থেকে ২২ এপ্রিলের বৃষ্টিতে মানুষ ক্ষণিক স্বস্তি পেলেও জেলার লবণ চাষে ক্ষতির ধাক্কাটা বেশি বলে চাষিরা মত প্রকাশ করেছে। স্থানীয় বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মো. আবছারউদ্দিন বলেন, এ বছর দেশে লবণের চাহিদা রয়েছে ১৫ লাখ ৭৬ হাজার মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। ১৫ এপ্রিল পর্যন্ত মৌসুমের চার মাসে জেলার প্রায় ৫০ হাজার একর জমিতে ৯লাখ ৩৫ হাজার ৭০০ টন লবণ উৎপাদিত হয়েছে। কিন্তু তিনদিনের বৃষ্টিতে এসব মাঠে লবণ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টি বন্ধ হলে মাঠকে উৎপাদন উপযোগী করতে আরো ১০ দিন লাগবে। এতে উৎপাদন প্রায় দেড় লাখ টন লবণ কম হবে। ফলে জেলার প্রায় ৬০ হাজার প্রান্তিক লবণচাষি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও জানান, সামনে আবহাওয়া অনুকূলে থাকলে এই সাময়িক ক্ষতিতে উৎপাদনের লক্ষ্যমাত্রায় ব্যাঘাত ঘটবে না।