কুষ্টিয়ায় প্রাইম আবাসিক হোটেলে ২ নারীসহ এক যুবকের কারাদন্ড

0
2009

 

আশরাফুল হক টিপু, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় পতিতাবৃত্তির অপরাধে প্রাইম আবাসিক হোটেল থেকে ২ নারীসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ২ নারীকে ২মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়ার শহরের মজমপুরে প্রাইম আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই দুই নারীসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করলে তাদের কারাদন্ড প্রদান করে আদালত। কারাদণ্ডাদেশ পাওয়া নারীরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানা এলাকার ঝুমুর ও একই জেলার ঝুমঝুমপুর এলাকার মিতা খাতুন ও কুষ্টিয়া সদর উপজেলার উদীবাড়ী এলাকার কুরবান আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম কারাদন্ডের আদেশ দেন। এর আগে দুপুরের দিকে শহরের মজমপুরে প্রাইম আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান এ তথ্য নিশ্চিত করে জানান, মজমপুরে প্রাইম আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে প্রাইম হোটেলে অভিযান চালিয়ে ওই ২ নারীসহ এক যুবককে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাদন্ড দেন আদালত। আটককৃত নারীদের প্রত্যেককে দুই মাস ও কুরবান আলী নামের যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। প্রসঙ্গত, এরআগেও এই হোটেলে অসামাজিক কর্মকান্ডর দায়ে আবাসিক হোটেলটি সীলগালা করেছিলো। হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী। অপরদিকে একই আদালত মাদক সেবনের অপরাধে শহরের থানাপাড়া এলাকার লিটন আলীর ছেলে রাজ আলীকে ২ বছরের কারাদন্ড প্রদান করে।