কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে: এনবিআর চেয়ারম্যান

0
1727
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, কর প্রদানের জন্য যোগ্য মানুষদের মধ্যে কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। কারণ জনগণের করের অর্থেই দেশের উন্নয়ন সাধিত হয়ে থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নওগাঁয় সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ই-টিন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নজিবুর রহমান বলেন, কর প্রদান কেবল দেশের উন্নয়ন সাধনই করে না করদাতাদের সম্মানও বৃদ্ধি করে।  নওগাঁ’র জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের কর কমিশনার মো. দবির উদ্দিন, নওগা’র পুলিশ সুপার মো. মোজাম্মেল হক এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম বক্তব্য রাখেন।-বাসস।