ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ

0
2049

গড়াইনিউজ২৪.কম ডেস্ক:: আগামী নভেম্বরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ। এ বিষয়ে সার্কের মহাসচিবকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া ভারত, আফগানিস্তান, ভুটানও জানিয়েছে তারা ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিবে না। এর ফলে স্থগিত হয়ে যেতে পারে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন। এ ব্যাপারে যেকোনও সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পাকিস্তান। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের প্রতিক্রিয়া এবং তা নিয়ে কূটনীতিক টানাপোড়েনের মধ‌্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিল। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের টানাপোড়েনের জের ধরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ তাঁর দপ্তরে এক প্রশ্নের জবাবে সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের যোগ না দেওয়ার তথ্য জানান। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি উল্লেখ করা হয়েছে