জোড়া খুন মামলার প্রধান আসামি আ’লীগ নেতা বখতিয়ার হোসেন গ্রেফতার

0
2039

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় রোববার বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৭৯ জনের নাম উল্লেখসহ ১১০ জনকে আসামি করে মামলা করেন নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান। ঝাউদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহতের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলায় প্রধান আসামি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বখতিয়ার হোসেনকে রোববার বিকালে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার আজমেরী হোটেলের সামনে থেকে গ্রেফতার করে ডিবি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বখতিয়ারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি হত্যা মামলার প্রধান আসামি বখতিয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঝাউদিয়া ইউনিয়নে সংঘর্ষ ও গোলাগুলিতে দুজন নিহতের মামলায় আদালতে প্রেরণ করা হবে। এদিকে তৃণমূলে দলের দুপক্ষের সংঘর্ষ ও নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। জেলা আওয়ামী লীগ অফিসে জরুরি সভায় সদর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও তৃণমূলের নেতাদেরকে হানাহানিতে না জড়াতে নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে নেতাদের সতর্ক করে বলা হয়েছে, কোনো নেতার অপকর্মে দল ডুবতে পারে না। মামলা দায়েরের পর গ্রেফতারের ভয়ে কয়েকটি গ্রামের পুরুষ মানুষ গা-ঢাকা দিয়েছে। বর্তমানে ইউনিয়নের মাঝপাড়া, আলী নগর, উদয়পুর ও বৈদ্যনাথপুর গ্রাম পুরুষশূন্য।