শায়েখ সিরাজের জন্মদিনে ঈশ্বরদীর জাতীয় কৃষকেরা অংশ নেন

0
1149

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :: বাংলাদেশের কৃষক কূূূূূলের শিরোমনী, কৃষিকে এগিয়ে নেওয়ার পথ প্রদর্শক, মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শায়েখ সিরাজের ৬৩ তম জন্মদিন অনুষ্ঠিত। ঈশ্বরদীর জাতীয় কৃষকেরা চ্যানেল আই ভবণে তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে গিয়ে শায়েখ সিরাজের ৬৩ তম জন্মদিনে তাকে অভিনন্দন জানান।  এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট চলচিত্রকার আবুল হায়াত, তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদাকে চৌধুরী, নায়িকা অরুণা বিশ্বাস, বঙ্গবন্ধু জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ, হাবিবুর রহমান মাছ হাবিব, মঞ্জুর রহমান পাম্প মঞ্জু, আকমল হোসেন, রনি মালিথা, জাতীয় কৃষক কিতাব মন্ডল, কৃষাণী বেলী বেগম, কৃষক বাঘা বিশ্বাস, রবিউল ইসলাম, রোকন হোসেন ও শাহিন হোসেন।
শায়েখ সিরাজ বলেন, কৃষকেরাই হচ্ছে এ দেশের প্রাণ। তাদের উৎপাদিত পণ্য খেয়েই আমরা বেঁচে আছি। আজকে যে সমস্ত কৃষকেরা আমার জন্ম দিনে শুভেচ্ছা জানাতে এসেছেন তাদের মাধ্যমে দেশের সকল কৃষকদের প্রতি আমার শুভেচ্ছা রইলো।
আবুল হায়াত বলেন, শায়েখ সিরাজের জন্ম দিনে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে শুভেচ্ছা জানাচ্ছেন এটা নজির বিহিন। আমার জিবনে কখনো এমন আয়োজন দেখিনি। কেই কাউকে বেশি ভালো বাসলে হয়তো এমনটা হয়।
কৃষক ময়েজ বলেন, শায়েখ সিরাজ স্যার হচ্ছে আমাদের কাছে কৃষির জনক। কারণ তার বদৌলতেই দেশের কৃষি ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। নতুন নতুন ফসলের চাষ বেড়ে চলেছে। শায়েখ সিরাজ স্যারের কারণে কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তন এসেছে। শুভ হোক আপনার জন্মদিন। বাংলাদেশের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কৃষকেরা শায়েখ সিরাজকে সিড়ি ভেঙ্গে ভেঙ্গে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ব্যক্ত করেন।