প্রাণ ভিক্ষার বিষয়ে মীর কাসেমকে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার

0
2056

গড়াইনিউজ২৪.কম::মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে ফাঁসির দ- বহাল থাকায় জামায়াত নেতা মীর কাসিম আলীকে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেন, মীর কাসেম আলীর পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করে গেছেন। এসময় তিনি প্রাণভিক্ষার বিষয়ে কিছুটা সময় চেয়েছেন। এজন্য তাকে যৌক্তিক সময় দেয়া হবে। প্রাণভিক্ষার বিষয়ে বৃহস্পতিবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে কারাফটকে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটির সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১-এর সুপার সুব্রত কুমার বালা প্রমুখ উপস্থিত ছিলেন। কারা মহাপরিদর্শক আরও বলেন, সাধারণত বন্দির রায়ের ক্ষেত্রে নিয়মানুযায়ী আসামিদের বেলায় মার্সি পিটিশনের জন্য সর্বোচ্চ সাত দিন সময় দেয়া হয়ে থাকে। মীর কাসেম আলীর বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মার্সি পিটিশনের বিষয়টি একেবারে ক্লিয়ার করা নেই। তবে মার্সিপিটিশনের বেলায় তাকে সাত দিন সময় দেয়া হতে পারে।