কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে এডির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ!

0
282
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হক।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। একটি অনলাইন নিউজ পোর্টাল ও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গতকাল এ মিথ্যাচারের ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হক। বদলীর আদেশ হলেই দেখা যায় কুষ্টিয়ার কিছু কথিত সাংবাদিক সংবাদ প্রকাশ করেন সেই কর্মকর্তার বিরুদ্ধে। সরেজমিনে জানা যায় ১২/৫/২০২১ইং তারিখে মোহাম্মদ জাহিদুল হক সহকারি পরিচালক হিসেবে যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে আসা প্রত্যেকে সরাসরি তার সাথে দেখা করে কথা বলতে পারে। যা আগে সম্ভব ছিল না। এক সাংবাদিকের আত্মিয়ের পাসপোর্ট পেতে দেরি হওয়ায় এই মিথ্যাচার বলে তিনি জানান। মাত্র ৪ জন কর্মচারী নিয়ে তিনি জেলার পাসপোর্ট অফিস এ দায়িত্ব পালন করছেন। সংবাদে উল্লেখিত দোকান ও টাকার লেনদেনের বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি। লোকবল কম হওয়ায় কম্পিউটার ও অনলাইন সম্পর্কে অভিজ্ঞতা থাকায় আনসার সদস্য দেলোয়ার কে তার রানার হিসাবে সে দায়িত্ব দিয়েছেন। তিনি জানান এরকম মিথ্যাচারের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব।