মাহবুব উল আলম হানিফ এমপি স্বচক্ষে দেখলেন পদ্মার ভাঙন!

0
563

রাব্বী আহমেদ, গড়াইনিউজ২৪.কম:: অবশেষে কুষ্টিয়া জেলার বৃহত্তম নদী পদ্মার ভাঙ্গন পরিদর্শন শেষ করলেন জননেতা জনাব মাহবুবুল আলম হানিফ এমপি ৷ আজ সকালে কুষ্টিয়া জেলার ৩ সংসদ সদস্য জননেতা জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব, সকাল ১১ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার তিন নং তালবাড়িয়া ইউনিয়নের, রানা খড়িয়ার গ্রামে অবস্থান করেন। সেখানে জননেতা জনাব আব্দুল হান্নান মন্ডলের দায়িত্বে নৌকাযোগে, ২ নং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ৷ তালবাড়িয়া বহলবাড়ীয়া এবং সাহেবনগর বারোই- পাড়া বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন নৌকা যোগে করার পরে, সাহেবনগর এর নদীর পারে হাজারো মানুষের মাঝে তিনি সবার, আশ্বস্ত করেন যে, আপনাদের যাদের জমি ভেঙে গেছে তাদেরকে তো জমি ফিরিয়ে দেয়া সম্ভব নয়, সরকার থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব ৷
আপনাদের চোখের সামনেই আজকে কাজ শুরু হয়ে গেছে, এই জিও ব্যাগের বড় বস্তা ১টার ওজন প্রায় এগারো টন করে, এই জিওপায় ব্যাগের বড় বস্তা দিয়ে শেষ হলে জিও ব্যাগ ছোট বস্তা দিয়ে ঢালু করে দেওয়া হবে
তাহলে ইনশাল্লাহ নদী ভাঙ্গন রক্ষা পাবে এছাড়াও আমরা আমাদের মতো চেষ্টা করব স্থায়ী বাঁধ নির্মাণ করার , উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের ব্যবস্থা এই সড়কটি যাতে রক্ষা পায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, এর আগেও কথা বলেছি এবং আগামী কাল কথা বলব,
প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, আমি আপনাদের পাশে দরকার হয় আবার আসব, এবং ভবিষ্যতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে, এই সাহেবনগর বহলবাড়ীয়া তালবাড়িয়ার মানুষকে, আর বসতভিটা হারাতে দেব না দেব না দেব না বললেন হানিফ সাহেব
এছাড়াও আপনাদের জানা আছে, এক হাজার কোটি টাকার একটি প্রকল্প, আমরা প্রস্তাব রেখেছি,, তা বাস্তবায়ন হলেই, স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলার চেয়ারম্যান কামরুল আরেফিন, আরো উপস্থিত ছিলেন জননেতা জনাব, আব্দুল হালিম, মিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী রবিউল ইসলাম, তালবাড়িয়া বহলবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।