ভর্তির আবেদন শুরু মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে

0
554

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী,গড়াইনিউজ ২৪.কম: জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন। আগামী ২২ জুন পর্যন্ত ভর্তির এ প্রক্রিয়া চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই। অন্যদিকে, আগামী ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে প্রথম বর্ষের প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১২ আগস্ট থেকে। তবে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং সরকারি বিধিনিষেধের কারণে যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ করা যাবে কি না- তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. মশিউর রহমান এ বিষয়ে বলেন, যেহেতু পরীক্ষা নয়, বরং ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে সেহেতু যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার প্রচেষ্টা থাকবে। তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে ভর্তি প্রক্রিয়া এমনিতেই ৭ থেকে ৮ মাস পিছিয়ে গেছে। এই অবস্থায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর যদি আমরা পরীক্ষা নেই, তাহলে আরো পিছিয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। করোনা মহামারির কারণে দীর্ঘ দিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই নানা সমস্যা ও হতাশার মধ্যে আছে শিক্ষার্থীরা। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চাই আমরা।