মাজার দখল নিয়ে আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষ আহত-৩

0
2361

গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজার দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের  দু’জন আওয়ামী লীগের ও  একজন জাসদের কর্মী। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ঘোড়াশাহ বাবার মাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাত ৮টার দিকে ঘোড়া শাহ বাবার মাজারের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন কর্মী অবস্থান করছিলেন। এ সময় জাসদের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আওয়ামী লীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদ কর্মীদের ওপর পাল্টা-হামলা চালায়। এসময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরন ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, আওয়ামী লীগ কর্মী খায়রুল ইসলাম ও রেজাউল ইসলাম এবং জাসদ কর্মী সামিউল পারভেজ লিখন। আহতদের প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আওয়ামী লীগ কর্মী রেজাউল ইসলাম জানান, এলাকার একটি মাজার-মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জাসদের নেতা-কর্মীদের সঙ্গে  তাদের বিরোধ ছিল। সোমবার রাত ৮টার দিকে তারা ঘোড়া শাহবাবার মাজারের সামনে বসেছিলেন। এ সময় স্থানীয় জাসদ কর্মী জামারুল, আসলাম, সাজুল, মাসুম, মাহাবুল, আজাদ ও আরিফসহ প্রায় অর্ধশত নেতাকর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহত জাসদ কর্মী সামিউল পারভেজ লিখন জানান, ঘোড়া শাহ বাবার মাজার দখল নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামীলীগ কর্মী আইনুল, আল-আমিন, জাকির, রকি ও ইমনসহ অন্যরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। ভেড়ামারা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি।