রাজশাহী রামেক হাসপাতালে এক রাতেই ১০ জনের মৃত্যু

0
418

গড়াইনিউজ ২৪.কম:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক রাতেই ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতের বিভিন্ন সময় তারা মারা যান বলে জানা গেছে। এদের মধ্যে কেউ কেউ হাসপাতালের আইসিইউতে এবং কয়েকজন করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। আজ সোমবার দুপুরের দিকে তিনি জানান, মৃতদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে আইসিইউতে ৪ জন এবং বাকিরা করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে মারা গেছেন।ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মোট ১৬৮ জন ভর্তি আছেন বলেও জানান তিনি।

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী,গড়াইনিউজ ২৪.কম::