গড়াইনিউজ২৪.কম:: করোনার ভয়ে থেমে গেছে সব আয়োজন। কোথাও নেই উৎসবের ছোঁয়া। সবাই শঙ্কায় কখন কি হয়। এক চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে সময়। এরই মধ্যে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যেখানে পুরো পৃথিবীর মানব জাতি করোনা ভাইরাসের ভয়ে ঘরবন্দি। সেখানে প্রতিবছরের মতো বৈশাখ বরণ হবে না এবার, এটাই স্বাভাবকি। তবে নিজেদের মতো ঘরেই একটু আয়োজন তো করাই যায়। এতে করে বাড়ির ছোট বড় সবার মনেই একটু হলেও নববর্ষের আনন্দ ছুঁয়ে যাবে। এভাবেই করবেন ঘরে বসেই এবারের বৈশাখ বরণ। আগের বছরগুলোতে পহেলা বৈশাখের পোশাক রয়েছে নিশ্চয়। সেখান থেকেই বেছে পরে নিন পছন্দেরটি। পরিবারের ছোটদেরও সাজিয়ে দিন বৈশাখী সাজে। বাইরে বের হচ্ছেন না, তারপরও সাজটা হোক বৈশাখী। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ঘটনা-দুর্ঘটনা আর স্মৃতিকে সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। এই সূর্যের সঙ্গে বিদায় নিল বাংলা ১৪২৬ সাল। পহেলা বৈশাখের ভোরে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় ধুয়ে-মুছে যাবে অতীতের সব গøানি, দুঃখ আর কষ্ট। এই প্রত্যাশাতেই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই মহামারী করোনার প্রার্দুভাবে ঘরে বসেই সকলে প্রস্তুত। নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করুন। হাল ছেড়ে না দিয়ে নতুন ভাবে সফলতার বীজ বপন করুন। অতীতের ব্যর্থতা কে স্মরণ করে থমকে থাকলে চলবে না নতুন বছরে নতুন গতিতে সফলতার পথে অগ্রসর হন। ইচ্ছা আর দৃঢ় মনোবল থাকলে মানুষ তার ভাগ্যের চাকা ৯০-৯৫% নিজেই ঘুরাতে পারে। বাকিটা নিয়তি বা সৃষ্টিকর্তা ঘুরিয়ে দিবে। সুতারাং পরিশ্রম করুন জীবনে সফল হোন। শুভময় হোক আপনাদের সবার আগামী দিন গুলো। নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচাতে পহেলা বৈশাখ এর দিন নিজে ঘরের বাহিরে যাবেননা। মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানীর পক্ষ থেকে কুষ্টিয়াবাসী সহ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
প্রকাশ: বাংলাদেশ সময়: ২১.৩০ ঘন্টা, ১৩ এপ্রিল ২০২০।