কুষ্টিয়ায় পুলিশের সদস্যদের মধ্যে মাস্ক ও পিপিই সরবরাহ

0
1718

গড়াইনিউজ২৪.কম::করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়ে কুষ্টিয়ায় পুলিশের সদস্যদের মধ্যে মাস্ক ও পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ব্যবহারের জন্য অফিসার ফোর্সের মাঝে সরবরাহ করা হয়েছে ।কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত পিপিএম(বার) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের জন্য মাস্ক ও পিপিই তৈরি এবং উহার যথাযথ ব্যবহারের জন্য অফিসার ফোর্সের মাঝে ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ গভীরভাবে পর্যাবেক্ষন করছেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায়ও বিভিন্ন স্থানে দায়িত্বে যুক্ত ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করবে পুলিশ। যারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাদের নির্দেশনা দেওয়া হয়।