শাহিন ক্যাডেট স্কুলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

0
1966

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু কে জানো, বাংলাদেশ কে চেনো এই শ্লোগান কে সামনের রেখে কুষ্টিয়ায় স্কুল ভিত্তিক রেডিও জট্টিল বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা-২০২০ এর চতুর্থ দিনের মত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার সময় কুষ্টিয়ার শাহিন ক্যাডেট স্কুলে রেডিও জট্টিল এর আয়োজনে ছয় দিনব্যাপী উক্ত কুইজ প্রতিযোগিতার চতুর্থ দিনের আলোচনা সভা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু আমাদের জাতীর সব চেয়ে বড় সম্পদ, আর এই সম্পদ সঠিক ভাবে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আমাদের এই চেষ্টা। আগামী তে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে আরো ছড়িয়ে দিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা এই স্কুল ভিত্তিক কার্যক্রম চালিয় যাবো। রেডিও জট্টিলের আয়োজনে চতুর্থ দিনের স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আলোচনা সভায় শাহিন ক্যাডেট স্কুলের শাখা ব্যবস্থাপক মোঃ মিলন সরকারের সভাপতিত্বে ও রেডিও জট্টিলের প্রোগ্রামিং ডিরেক্টর এস এম সুমনের উপস্থাপনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পদ্মা গড়াই পত্রিকার বার্তা সম্পাদক শেখ নাজমুল হোসেন, শাহিন ক্যাডেট স্কুলের শাখা ব্যবস্থাপক মোঃ উজ্জল, রেডিও জট্টিলের আরজে তামজিদ বিশ্বাস তনু, দৈনিক প্রতিজ্ঞার স্টাফ রিপোর্টার মোঃ আরিফুজ্জামান, সাহারিয়ার সৌরভ, দৈনিক দেশের বাণীর স্টাফ রিপোর্টার। এ সময় কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের ও রেডিও জট্টিলের শাহরিয়ার রাব্বি, আরেফিন ইমরান, মোহাম্মদ বায়েজিদ, রোকন ইসলাম, তরিকুল ইসলাম, শেখ শুভ, রোহান সহ শিক্ষক, সদস্য, ছাত্র ছাত্রী, ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রেডিও জট্টিল বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।