এহসান রিয়াদের কবিতা জীবন নদীর তীরে

0
3348

কবিতা: জীবন নদীর তীরে

এহসান রিয়াদ

সুখের লাগিয়া করিলাম পার
চল্লিশ বছর।
জীবন আমায় দিলো উপহার
নি:সঙ্গ অবসর।

চিনিলাম তারে বহুদিন ধরে
কেমন হৃদয় তার।
যদি চিনিতাম প্রথম প্রহরে,
থাকতো না হাহাকার।

খেলায় খেলায় জীবন গেল,
খেলিলাম পুতুল খেলা।
এখনও বসে থাকি নদীর কিনারায়
ভাসিয়ে দিয়ে ভেলা।

ভেলা চলে যায় ¯্রােতের ধারায়
ভাসিতে এদিক ওদিক।
জীবন আমায় বানিয়ে দিলো
গন্তব্য হীন পথিক।

কাছের যত মানুষ ছিল
কেউ আর কাছে নাই।
যারা আছে তারা জীবন গড়ার
তীব্র প্রতিক্ষায়।

তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
কবে পাবো সুখের দেখা
সুন্দর এই ভূবনে?

আমারও ছিল রঙ্গিন জীবন
রঙ্গিন কত আশা।
বুঝিলাম না কেন এভাবে
হারিয়ে ফেলেছি ভাষা।

কেউ বা বাসে ভাল আমায়
কারো কাছে বোঝা।
জীবন ব্যাথার রোগ সারানোর
নাই কি কোন ওঝা?

নাই নাই কোন স্বপ্ন এখন
আছে শুধু নি:শ্বাস।
কখন চলে যাবে এটা
নাই তার বিশ্বাষ।

অকালেই কেন স্বপ্ন গুলো
এভাবে যায় ঝড়ে।
ভেলা খানি শুধু পড়িয়া থাকে
জীবন নদীর তীরে।