২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

0
1206

গড়াইনিউজ২৪.কম::২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবে বিশ্ববাসী। বাংলাদেশ, ভারতসহ আশেপাশের কয়েকটি দেশ থেকে এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। ওইদিন চাঁদের রং লালচে হবে। এই বিষয়টিকে সকলেই ‘ব্লাড মুন’ হিসেবে জানেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মোট এক ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী হবে। এছাড়া, আংশিক চন্দ্রগ্রহণের স্থায়িত্বও হবে আরও এক ঘণ্টা।  আগামী ২৭ জুলাই রাত ১২ টা ২৮ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ। পূর্ণগ্রহণ শুরু হবে রাত দেড়টা নাগাদ।

ওইদিন চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব হবে সর্বাধিক (অ্যাপোজি)। পূর্ণ চাঁদের আকারও ছোট হবে। আর এই দূরত্বের জন্যই পৃথিবীর ছায়া বেশিক্ষণ ধরে চাঁদের ওপর থাকবে।