এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: ফকিরহাট মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন। বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, অতিরক্তি রেঞ্জ ডিআইজি একে এম নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতীনাথ বসাক, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিছলু প্রমুখ। বক্তারা বলেন, পুলিশ জনগনের বন্ধু। তারা রাতদিন সব সময় আইনশৃংখলার কাজে নিয়োজিত থাকে। দীর্ঘদিন ধরে বহুতল ভবন না থাকায় তারা দূর্ভোগে ছিল। তাই বর্তমান সরকার পুলিশ বিভাগকে আধুনিক রুপ দিতে বহুতল ভবন নির্মিত করেছে। ভবিষ্যতে এই উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস র্নিমুল করতে পুলিশ অগ্রনী ভুমিকা পালন করবে। বাগেরহাট গনপূর্ত বিভাগ ২০১৫ সালের ১৫ মে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট ভবনের কাজ শুরু করে।
Kushtia
clear sky
37.9
°
C
37.9
°
37.9
°
29%
3.5kmh
0%
শুক্র
38
°
শনি
35
°
রবি
35
°
সোম
34
°
মঙ্গল
37
°