কুষ্টিয়া দহকোলা ত্রানের কাবিটার প্রকল্পের তিন নাম্বার ইট দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা !

0
1019

নিজস্ব প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা মন্ডল পাড়ায় গঞ্জেরের বাড়ি হতে জমির মণ্ডলের বাড়ি পর্যন্ত ত্রানের কাবিটা প্রকল্পের ৭শত মিটার ম্যাকাডমের কাজে ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দের কাজ চলছে। এই ম্যাকাডমের কাজ করছেন হান্নান বিশ্বাস। সরজমিনে দেখা যায়, ভালো খোয়ার বদলে অতি নিন্ম মানের ইটের পোড়ামাটি ও রাবিশ দেওয়া হচ্ছে রাস্তায়। নাম প্রকাশে অনিইচ্ছুক একজন জানান, এই রাস্তায় মাত্র দুই ট্রাক বালি ফেলা হয়েছে। স্থানীয় বাবুর ভাটা থেকে অতি নিন্ম মানের পরিত্যাক্ত ইট এনে এই রাস্তা ম্যাকাডমের কাজ চলছে। ওই ম্যাকাডমের কাজের মিস্ত্রী কামালের সাথে কথা বললে তিনি জানান, রাস্তায় ২-৩ ইঞ্চি বালি দেওয়া হয়েছে। নিন্ম মানের ইটের কথা জানতে চাইলে তিনি বলেন, আপনারা তো দেখছেনই তো নিন্ম মানের ইট। একটি সূত্র জানায়, এই কাজের ২ বার হান্নান বিশ্বাস বিল তুলেছেন এবং বাকি বিল কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে রাস্তা দেখিয়ে তুলবেন। আরো জানা যায়, এই ম্যাকাডম কাজে রাস্তায় কোন রুলারও করা হয়নি।ওই সূত্র আরো জানায়, রুলার খরচ বাবদ ১০ হাজার টাকা লাগবে তাই রুলার বাদ দিয়েই ওই নিন্ম মানের খোয়ার উপরেই বালি দেওয়ার পায়তারা চালাচ্ছে। এলাকাবসী অভিযোগ করে বলেন, এই রাস্তায় রুলার না করা হলে চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হান্নান বিশ্বাসের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, যে ভাবে কাজ চলছে সে ভাবে দেখে যান। কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে গতকাল দুপুরে ০১৭০০৭১৭০৪৬ নাম্বারে বারবার কল দিয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। এই নিন্ম মানের কাজ হওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে।