আজ কুষ্টিয়ায় অত্যাধুনিক শিল্পকলা একাডেমি কমপ্লেক্স উদ্বোধন

0
1518

আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম:: সাংস্কৃতির রাজধানী হিসেবে কুষ্টিয়াকে অভিহিত করা হলেও বলা হয় রাষ্ট্রীয় স্বীকৃতি ছিলো না। সেই সাংস্কৃতির রাজধানী কুষ্টিয়াকে তুলে ধরার মাধ্যম শিল্পকলা একাডেমি। জেলার কৃষ্টি-কালচারকে দেশ তথা বিশ্ব দরবারে পরিচিত করতে যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তা হলো শিল্পকলা একাডেমি। সেক্ষেত্রে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অবদানও যে কম নয়। তবে গুরুত্ব থাকলেও অবকাঠামোগতভাবে দেশের অন্যান্য জেলার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিলো এটি। ভঙ্গুর অবকাঠামোর ভেতর দিয়েই প্রাণান্তর চেষ্টা জেলার সংস্কৃতিকে বিকশিত করার। তবে এবার বুঝি সুদিন ফিরছে শিল্পকলা একাডেমির। সংস্কৃতি মন্ত্রনালয়ের অর্থায়নে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৩ তলা বিশিষ্ট অত্যাধুনিক কমপ্লেক্স ভবন। যেখান থাকছে ৩টি অধ্যাধুনিক অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং এরিনা মঞ্চ। এক একর জায়গার ওপর নির্মিত হবে এই কমপ্লেক্স ভবন। যার নির্মাণ কাজ’র উদ্বোধন হচ্ছে আজ বুধবার। সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি সকাল সাড়ে ১০টায় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের। এছাড়া উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান আমরা অত্যন্ত ভাগ্যবান যে কুষ্টিয়াতে অত্যাধুনিক মানের শিল্পকলা একাডেমি ভবন নির্মিত হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পর কুষ্টিয়া শিল্পকলা একাডেমিকে ধরা হবে দ্বিতীয় বৃহত্তর একাডেমি ভবন। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি কমপ্লেক্স ভবন নির্মিত হলে জেলা সাংস্কৃতি বিশ্বদরবারে ব্যাপক পরিচিতি লাভ করবে। আগামী এক বছরের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।