আন্তরিক কোচিংয়ের চেয়ারম্যান ইমতিয়াজ ও সাহাবুদ্দিনের রফাদফা মোটা অংকের টাকার বিনিময়ে

0
1123

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ইবির “এফ” ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মুল হোতা আন্তরিক কোচিংয়ের চেয়ারম্যান ইমতিয়াজ ও সাহাবুদ্দিন বিভিন্ন মহলকে ম্যানেজ করছে মোটা অংকের টাকা দিয়ে । অর্থ বানিজ্যের মুল হোতা আন্তরিক কোচিংয়ের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান ও পরিচালক সাহাবুদ্দিন খান গত কয়েক বছর ধরে কুষ্টিয়া পলিটেকনিকের শিক্ষক ও কথিত ডাক্তার মিজানুর রহমান লাল্টুর সাথে যোগাযোগের মাধ্যমে এই ভর্তি সিন্টিকেট পরিচালনা করে আসছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে লাল্টুকে গ্রেফতার করা হলেও সিন্টিকেটের মুল হোতা ইমতিয়াজ সুলতান ও সাহাবুদ্দিন খান ধরা ছোয়ার বাইরে থাকাই সচেতন মহলে নানা গুন্জন ও সমালোচনার সৃষ্টি হয়ছে। ইমতিয়াজ ও সাহাবুদ্দিন কথিত ডাক্তার লার্টুর সাহায্যে প্রশ্ন ফাঁসের সিন্টিকেট গড়ে তুলেছিল কোচিং ব্যবসার আড়ালে। সুত্রে জানা যায়, ছাত্র ছাত্রিদের প্রশ্নপত্র দেওয়ার কথা বলে কোচিংয়ে ভর্তি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্টিকেট। জানা যায়, এবছর ইবির এফ ইউনিটের ১ম স্থান অধিকারী কয়েক লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ত্রুয় করেছিল এই সিন্টিকেটের কাছ থেকে। আরো জানা যায় ডাক্তার লাল্টুর মেয়ে ছিল এফ ইউনিটের ১ম স্থান অধিকারী প্রাপ্তদের তালিকায়। কিন্তু পরবর্তীতে ইবি কতৃপক্ষ পুনরাই পরিক্ষা নিলে দুজনের একজন ও চান্স পাইনি। জানিয়ে রাখি এরা সবাই আন্তরিক কোচিংয়ের প্রাইমেট শাখার ছাত্র ছাত্রী। একান্ত বিশস্ত সুত্র জানায়, গ্রেফতার ও মামলা থেকে বাচার জন্য বর্তমানে ইমতিয়াজ ও সাহাবুদ্দিন বিভিন্ন মহলে বড় অংকের টাকা দিয়ে বেড়াচ্ছে।