পাবনা জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করলেন ঈশ্বরদীর কৃষকেরা

0
2703

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদীর সফল ও জাতীয় পদক প্রাপ্ত কৃষকেরা সদ্য যোগদানকারী পাবনা জেলা পুলিশ সুপার জিহাদুল কবির জিহাদ পিপিএম’র সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকালে পুলিশ সুপারের সভা কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ শামীমা আক্তার ও ডি আই ও ওয়ান শাকিল উদ্দিন আহমেদ। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক হাবিবুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত সফল কৃষক আমিরুল ইসলাম, কৃষি ডায়েরী ভুক্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল, কৃষি ডায়েরী ভুক্ত কৃষক আব্দুল বারী, সফল কৃষক হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, আমিনুল ইসলাম শিম বাবু, সফল কৃষাণী বেলী বেগম, কৃষক ওয়াহিদুজ্জামান রাসেল, সামসুল আলম জোয়াদ্দার, হাবী সরদার ও রোকনুজ্জামানসহ ঈশ্বরদীর বিভিন্ন স্তরের কৃষকেরা। বক্তরা বলেন, কৃষকের উৎপাদিত সকল পণ্যেই বর্তমানে লোকশান হচ্ছে। এরপর তা হাট-বাজারে বিক্রি করতে গেলে খাজনার নামে ইজারাদারের লোকেরা কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন শতকরা দশ টাকা। এক দিনের একটি বাচ্চাসহ একটি গরু বিক্রি করলেও খাজনা গুনে দিতে হয় ১ হাজার টাকা। কৃষি পণ্য বিক্রির পর কৃষকের কাছ থেকে খাজনা নেয়া সরকারের পক্ষ থেকে নিষেধ থাকলেও ইজারাদারের লোকেরা বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ইচ্ছে মতো অধিকমাত্রায় খাজনা আদায় করছেন। পাবনা জেলার কোন হাটেই ইজারার নিয়ম মেনে খাজনা আদায় করেনা। হাট-বাজারে কৃষকের কাছ থেকে অধিক হারে খাজনা আদায় করে থাকেন। মাঠ থেকে ভটভটিতে করে কৃষি পণ্য হাটে আনতে পুলিশ বাধা সৃষ্টি করে এতে কৃষক ক্ষতিগ্রস্থ হয়। কাঁচা মালের ট্রাক থেকে চাঁদা রোধে কৃষকেরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। এর আগে ঈশ্বরদীর কৃষকেরা সংবর্ধনা স্বরুপ তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, মসলা, মাছ, ডিম ও দুধ পুলিশ সুপারের হাতে উপহার হিসেবে তুলে দেন।