ঈশ্বরদীতে স্বেচ্ছা শ্রমে স্কুল আঙ্গিনায় ফুলের বাগান গড়ে তুলেছেন শিক্ষকেরা

0
2791

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ২৯ রামচন্দ্র বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা স্বেচ্ছা শ্রমের বিনিময়ে স্কুল আঙ্গিনায় গড়ে তুলেছেন ফুলের বাগান। আজ শনিবার টিফিনের পর সহকারি শিক্ষক আলাউদ্দিন আহমেদকে ফুলের বাগানে কাজ করতে দেখা গেছে।
২৯ রামচন্দ্র বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলেন, ফুল বাগান করার জন্য স্কুলে কোন বাজেট নেই। স্কুলের সৌন্দর্য বৃদ্ধিতে টিফিনের পর এবং ছুটির আগে স্বেচ্ছা শ্রমের বিনিময়ে শিক্ষকেরা মিলে আঙ্গিনায় ফুলের বাগান গড়ে তুলেছি।
২৯ রামচন্দ্র বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বলেন, ছোট বেলায় যখন ছাত্র ছিলাম তখন আমরা স্কুল আঙ্গিনায় ফুলের বাগান করতাম। মূলত ছাত্ররাই ফুলের বাগান করে থাকেন। কিন্তু বর্তমানে ছাত্রদের দিয়ে বাগান করতে গেলেই শিশু শ্রমের কথা উঠে আসে। বাগানের জন্য বাজেট না থাকায় শিক্ষকেরা অবসরে কাজ করে ফুলের বাগান গড়ে তুলেছেন।