গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর আজিমপুরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে আত্মহত্যাকারী ডাচ বাংলা ব্যাংকের এভিপি (এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) তানভীর কাদরীর কিশোর ছেলে তাহরীম কাদরী ওরফে রাসেলকে তিনদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ রবিবার বিকালে অতিরিক্ত দায়রা জজ রুহুল আমিনের আদালতে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আহসানুল হক লালবাগ থানায় দায়ের করা মামলায় তাহরীম কাদরীকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। আদালত রিমান্ডের শুনানির দিন রবিবার ধার্য করেন। সেই অনুযায়ী আজ বিকালে আদালতে শুনানি শেষে তিন দিনের রমিান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর (শনিবার) রাতে এই অভিযান চালায় পুলিশ।