কুষ্টিয়ার দৌলতপুরে ২০০ শ্রমিকের নামে মামলা, গ্রেফতার ৩

0
327

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের সঙ্গে হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০-২০০ জনের নামে মামলা হয়েছে। বুধবার (৮ জুন) রাতে দৌলতপুর থানায় এ মামলা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বুধবারে আটক রুবেল (৩২), সামসুল (৩৪) ও ওয়াসিম (৩৫) নামের ৩ শ্রমিককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। এদিকে, বন্ধ ঘোষণার একদিন পর বৃহস্পতিবার হোসেনাবাদ আকিজ বিড়ি কারখানা খুলে দেয়া হয়। এদিন উদ্বেগ-উৎকন্ঠ নিয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে মামলা ও গ্রেফতারের ভয়ে অনেকেই কাজে যোগ দেননি বলে শ্রমিকদের একটি সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, বুধবার সকালে আকিজ বিড়ি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলে পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এক রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষে এক পুলিশসহ অন্তত ৫ জন আহত হন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৫০-২০০ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহারে থাকা আটক ৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।