বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে তুলে ধরেন: হানিফ

0
285
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ সোমবার (২৬ বৈশাখ ১৪২৯/৯ মে ২০২২) বিকাল সাড়ে ৪ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শিলাইদহ ইউনিয়নের রবীন্দ্র কুঠিবাড়ির পাশেই জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের আজ ২য় দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, মাননীয় জাতীয় সাংসদ, কুষ্টিয়া-৩ ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম সুযোগ্য পুলিশ সুপার কুষ্টিয়া। বিশেষ অতিথি মহোদয় তার বক্তব্যে রবীন্দ্রনাথের জীবনী এবং বাংলা সাহিত্যে তাঁর যে অবদান সেই বিষয় নিয়ে প্রাণবন্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে অবস্থানকালীন সময়ে যে সমস্ত কবিতা, সাহিত্য, গান লিপিবদ্ধ করেছিলেন সে বিষয়েও বিস্তারিত বক্তব্য রাখেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে তুলে ধরেন। সেই প্রয়াসে মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। বর্তমান বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া।