বর্ষবরণ: বিজয় কর – কবি, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক!

0
655
বিজয় কর : কবি, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক।

বর্ষবরণ
বিজয় কর : কবি, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক
বৈশাখ আসে নতুন সাজে
রঙিন করে মন।
সকল বাঙালি এক হয়ে তাই
করে বর্ষবরণ।
বৈশাখ আসে শুভ রুপে
মঙ্গল বার্তা নিয়ে।
নবরুপে প্রকৃতি সাজে
নতুন ভাবনা নিয়ে।
চিরায়ত বাংলায় সম্প্রীতির বন্ধনে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান
তাই মিলন মেলায় মাতে।
আকবর ছিলেন মহামতি
সবাই তাকে জানে।
বাংলা বর্ষের সূচনা করেন
ভালোবাসার টানে।
প্রাচীন বাংলার ঐতিহ্যে সবাই
মিলেমিশে ছিল।
দৃঢ়ভাবে শপথ নেবো
ঐতিহ্য রক্ষার জন্য।
ভেদাভেদে সুখ আসে না
দুঃখ হয় না দূর।
মিলেমিশে থাকব সবাই
সুখ হবে অটুট।
যতই আসুক ঝড়-ঝঞ্জা
শক্ত থাকবে মন।
পারবে না কেউ ছিন্ন করতে
সম্প্রীতির বন্ধন।
মিলেমিশে থাকব মোরা
এই সোনার বাংলায়
গর্বিত হবে বাঙালি জাতি
সম্প্রীতির বন্যায়।
জাতির পিতার স্বপ্ন ছিল
সোনার বাংলা গড়া
তাহার স্বপ্ন সফল হবে
ধন্য হব মোরা।

বিজয় কর : কবি, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক।
১লা বৈশাখ ১৪২৯ বাংলা।