
গড়াইনিউজ২৪.কম:: ইশ্বরদীর এই রাস্তাটি দেখে সবাই মনে করবে এটি একটি জলাশয়। কিন্তু আসলে এটি একটি আবাসিক এলাকার রাস্তা। ইশ্বরদী পৌরসভার উদাসীনতায় এই জলাবদ্বতার সৃষ্টি হয়, যেন দেখার কেউ নেই! এই এলাকায় পানি অপসারনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু সমান পানি জমে। আর তখন এভাবে পরিহিত কাপড় উঁচু করে হাটতে হয়। আজ শুক্রবার সকালে ইশ্বরদী (পাবনা) শহরের আমবাগান কলোনী এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি ও ক্যাপশন – ইশ্বরদী প্রতিনিধি।