নগরঘাটায় ঈদুল-আযহা’র জামাত অনুষ্ঠিত!

0
806

মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : নগরঘাটায় সামাজিক দুরত্ব মেনে ১আগষ্ট শনিবার সকালে মসজিদে এবং বাসাবাড়িতে ঈদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে করোনা থেকে মুক্তি চাইলেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মুসল্লীরা। সকাল সাড়ে ৭ টা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও বাসাবাড়িতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় । নামায শেষে নোভেল করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশবাসীর জন্য দোয়া করা হয়। গাবতলা ঈদগাহে ঈদের নামাযে খুৎবা দেন মাওলানা আব্দুর রশিদ ও ইমামতি করেন, মাওলানা শামছুর রহমান। পাশাপাশি করোনা ভাইরাসের শংক্রামণ এড়াতে নগরঘাটার ৪শ বছরের প্রাচীন ঈদগাহের নামায এলাকার আহলেহাদীস মসজিদ গুলোতে অনুষ্ঠিত হয়েছে। নামায শেষে ১নং ওয়ার্ড সদস্য আঃ সামাদ বলেন, সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আমাদের গাবতলা ঈদগাহ ময়দানে যথাযত ভাবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের মধ্যে মোয়াজ্জেন সামছুর আলী, সোহাগ হোসেন সাকিব, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলিসহ অন্যান্যরা বলেন, করোনা ভাইরাসের জন্য ঈদের নামায সামাজিক দুরত্ব মেনেই পড়েছি। তবে অন্যবারের ঈদে কিশোর, যুবকরা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করত যেটা ঈদ আনন্দকে আরো বাড়িয়ে তুলতো। এবার সেটা করোনা ভাইরাসের কারণে আর লক্ষ্য করা যায়নি। তবে আমরা ঈদের নামায শেষে সরকারি নির্দেশনা মেনে কুরবানি করা পশু’র বর্জ যথাযথ স্থানে ফেলে মাটি চাপা দিয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। যেখানে সেখানে বর্জ ফেললে পরিবেশ দূষিত হয়। এবিষয়ে নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, ঈদের আগের দিন ইউনিয়নের সকল ইমাম-মুয়াজ্জিনদের সরকারি নির্দেশনা মেনে নোবেল করোনাভাইরাসের সংক্রামন এড়াতে ঈদের নামাজ পড়াতে অনুরোধ করা হয়েছে। তিনি ইউনিয়ন বাসী সহ দেশের সকল জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলাফেরার জন্য অনুরোধ করেছেন। তিনি আরো বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে কারোর একার খামখেয়ালিপনা যেন কয়েকটি পরিবারের বিপদ ডেকে না নিয়ে আসে। সকলকে আমার পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।