কুষ্টিয়া হরিপুরের শিক্ষকদের চলছে কোচিং ও প্রাইভেট বানিজ্য!

0
813

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী হাটশ হরিপুর ইউনিয়ন এর এই ইউনিয়নের শিক্ষকদের চলে কোচিং ও প্রাইভেট বানিজ্য। সারা বিশ্বে যেখানে মানুষের মাঝে করোনার ভয়াবহ প্রাদুর্ভাব বিরাজ করেছে সেখানে সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে কোচিং ও প্রাইভেট এর রমরমা ব্যবসা।ক‌রোনার এই ক্রা‌ন্তিল‌গ্নে মাষ্টার অ‌নেক আ‌গে থে‌কেই অ‌ভিনব উপা‌য়ে বাজার করা বা শ‌পিং ব্যা‌গে খাতা,বই,কলম সহ শত শত শিক্ষার্থী‌দের সকাল ভোর থে‌কে সারা‌দিন ব্যাপী রমরমা প্রাই‌ভেট বা‌ণিজ্য চালা‌চ্ছে। সকাল থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত চলে ব্যাচ ভেদে। ব্যাগ নিয়ে গেলে মানুষ বুঝে যাবে বলে তারা বিভিন্ন শপিং ব্যাগে করে নিয়ে পড়তে যাচ্ছে। হরিপুর ইউনিয়ন একটি ঘনবসতি এলাকা আর এই এলাকার শিক্ষক এভাবে দিন এর পর দিন রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এক বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী বসে এক ব্যাচে প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান। শিক্ষার্থীদের মুখে নেই কোন মাক্স নেই কোন হ্যান্ড গ্লোব্স। সুসীল সমাজের মানুষেরা মনে করেন এভাবে কোচিং ও প্রাইভেট ব্যানিজ্য চললে হরিপুরের মানুষের করোনা হলে তা কখনো নিয়ন্ত্রণ এ আনা যাবে না। তাই এই মহামারী ঠেকাতে যথা্যথ ব্যাবস্থা নিতে হবে।স্বাস্থ্য বি‌ধির নিয়ম তো দূ‌রের কথা হাত ধোয়ার ব্যাপা‌রে কোন আগ্রহ নেই। স‌রেজ‌মি‌নে গে‌লে দেখা য়ায অ‌ভিনব পন্থায় বি‌ভিন্ন এলাকা থে‌কে আগত মে‌য়ে ছে‌লে‌দের হা‌তে বাজার বা শ‌পিং ব্যাগ। প্র‌তি‌টি ব্যা‌চে গাদাগা‌দি ক‌রে চ‌লে পাঠদান। এই ধর‌ণের কার্যক্র‌মে এলাকা বাসীরা আতং‌কে দিন কাটায় আর ক্ষোভ প্রকাশ ক‌রেন।