কুষ্টিয়ায় করোনার মধ্যেও চলছে জমজমাট সাপ্তাহিক হাট!

0
1977
কুষ্টিয়ায় করোনার মধ্যে চলছে জমজমাট সাপ্তাহিক হাট। ছবি: গড়াইনিউজ২৪.কম

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দুরত্ব বা শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে সাপ্তাহিক পিঁয়াজ, রসুঁনসহ কাঁচা বাজার ও হাট। প্রতি হাটেই বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়।প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকলেও নির্দেশনা মানছে না হাট মালিকগন। সামাজিক দুরত্ব নিশ্চিত না করেই বসানো হচ্ছে হাট। বৃহস্পতিবার বাঁশগ্রাম সাপ্তাহিক হাটে সরেজমিন গিয়ে দেখা যায়, সামাজিক দুরত্ব বা শারীরিক দূরত্ব বজায় না রেখেই বসানো হয়েছে সাপ্তাহিক পিঁয়াজ ও রসুঁনের হাট। সেখানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে পিঁয়াজ নিয়ে এসেছে হাজার হাজার কৃষক ও সাধারন মানুষ। হাটে পুলিশ সদস্যের উপস্থিতিও লক্ষ্য করা যায়। জানা যায়, শুধু বাঁশগ্রাম নয়, শুক্রবার পান্টি, রোববার চৌরঙ্গী সহ বিভিন্ন স্থানে বসে সাপ্তাহিক পিঁয়াজ রসুঁনের জমজমাট হাট।সেখানেও হাজার হাজার মানুষের সমাগম হয়। বাঁশগ্রাম হাট কমিটির একজন জানান, সামাজিক দুরত্ব বা শারীরিক দুরত্ব বজায় রেখে হাট বসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তুু অনেক মানুষের সমাগম হওয়ায় দুরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রেজাউল জানান, মানুষকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছি।বাগুলাট ইউপি চেয়ারম্যান জামাল সরকার জানান, সামাজিক দুরত্ব বা শারীরিক দুরত্ব নিশ্চিত করে হাট বসানোর বিষয়ে ইউএনও’র সাথে কথা হচ্ছে। বড় হাট লাগায় সামাজিক দুরত্ব বা শারীরিক দূরত্ব বজায় থাকছে না। উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান জানান, সামাজিক দুরত্ব বা শারীরিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে দৈনিক কাঁচা বাজার গুলো বিভিন্ন স্কুল ও খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান, পিঁয়াজের মৌসুম থাকায় সাপ্তাহিক বাজার গুলোতে লোক সমাগম বেশি হচ্ছে। তবে প্রশাসন চেষ্টা করছে সামাজিক দুরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখার।