মাদক কারবারীদের কোন ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

0
1931

এস.এম সুমন, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে আজ স্টেডিয়ামে মাদক বিরোধী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারীদের কোন ছাড় নেই। এরা দেশ এবং জাতির শত্রু। এদের খুঁজে খুঁজে বের করে বাংলার মাটি থেকে নির্মুল করা হবে। তিনি আরও বলেন, আজ যারা সারেন্ডার করেছেন আপনারাই জানেন কারা আপনাদের কাছ থেকে মাদক কিনেছে, তদেরকেও ধরিয়ে দিন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এ সময় হানিফ এমপি বলেন যারা মাদক ব্যবসা করবে তাদের জীবনের চরম পরিণতি ভোগ করবে। মাদক ব্যবসা করে সমাজ ধ্বংস করবে আর আমরা বসে বসে দেখবো, তাহা কখনো হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। প্রধান আলোচক ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।  অনুষ্ঠানে সভপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। সার্বিক পরিচালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম। সমাবেশে কুষ্টিয়া জেলার ২২২ জন চিহ্নিত মাদক কারবারীদের সারেন্ডার ও শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, রাজনীতিক, পেশাজীবী, গণমাধ্যমকর্মী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও সুধীজনেরা এসময় উপস্থিত ছিলেন।