বিজয়ের অাত্মকথা : শাহানাজ পারভীন শিউলী

0
2219

                           বিজয়ের অাত্মকথা

                   লেখক ও কবি: শাহানাজ পারভীন শিউলী

অামি ৪৬ বছর ধরে জ্বলছি ক্ষত বিক্ষত দেহে অামার অার্তনাদ শোনেনা কেহ ব্যথায় ব্যথিত হয়ে।

তোমাদের পাশবিকতার মহড়া দেখে দেশপ্রেম গুমরে মরে যন্ত্রণার লেলিহান শিখাই জ্বলি তাই বারে বারে।

অামার রক্তে গড়া নদী পোড়া মৃত্তিকা,বিবর্ণ ভোর তোমাদের সংকীর্ণ স্বার্থচিন্তায় দিয়েছো বিসর্জন।

তোমাদের নির্লিপ্ত নগ্ন অন্যায়ের রামরাজত্বের ত্রাস সমস্ত অন্ধ অাইনকানুন অামাকে করেছে গ্রাস।

তোমাদের বীভৎস মূল্যবোধ,বির্বজিত চিন্তাচেতনা, ধনবৈষম্য,খামখেয়ালী শিক্ষানীতি শিক্ষকের অনাহারী মুখ সবই হয়েছে অামার পাহাড় জমা দুখ।

অামার পতাকায় পড়েছে শকুনের দৃষ্টি মানচিত্রে ধরেছে ঘুন সার্বভৌমত্ব হয়েছে ধর্ষিতা নিষ্পেষিত গণতন্ত্রের চাপে বিবেক হয়েছে খুন।

অামার মা বোনের সম্ভ্রম ৩০ লক্ষ শহীদের অাত্মদান অামার বেদনাবিজড়িত গৌরবকথা সবই এখন ক্ষয়ে যাওয়া নিত্য দিনের ব্যথা।

এখন অামার দীর্ঘশ্বাসে বহে কালো ধোঁয়া রক্তমূল্যে কিনলো অামায় যারা পেলোনা তারা মুক্তির কোনো ছোঁয়া।

অামার বয়ে বেড়ানো প্রায় অর্ধশত বছরের ক্ষত,দুঃখ, কষ্ট, অাহাজারি কবর দিবে অামায় গান,বাজনা, সেমিনার,বক্তৃতা

অার হাজার ফুলের সমাহারি তবুও অামি প্রত্যয়ী অপেক্ষমান প্রতিটি ভোর উঠব জেগে নবরুপে মুক্তির বারতা হয়ে খুলে দেব সব বাধার ডোর।