লিবিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

0
1436

গড়াইনিউজ২৪ ডেস্ক : লিবিয়ায় তথাকথিত আইএসের অবস্থানগুলোতে যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করেছে। পেন্টাগনের দাবি লিবিয়ায় জাতিসঙ্ঘ-সমর্থিত সরকারের অনুরোধে তারা এই হামলা চালিয়েছে।

আফগানিস্তান, ইরাক, সিরিয়ার পর লিবিয়া চতুর্থ দেশ যেখানে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী হামলা শুরুকরেছে। আইএসের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বন্দরনগরী সার্তেল ওপর এই হামলা চালানো হয়েছে। এটি প্রথম হামলা। সন্ত্রাসীদের মোকাবেলায় এই হামলা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র সরকার ধারণা করছে যে, লিবিয়ায় এই চরমপন্থি গ্রুপ ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এদের ৬০০০ যোদ্ধা এখানে রয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। সিরিয়া ও ইরাকের পর লিবিয়ায় আইএসের সর্বোচ্চ শক্তিশালী শাখা রয়েছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ এক টেলিভিশন ভাষণে বলেন, বিমান হামলায় ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। লিবিয়ায় আইএসের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধিতে পাশ্চাত্যের শক্তিগুলো উদ্বিগ্ন হচ্ছিল।

পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলার অনুমতি দিয়েছেন।