ওয়ানডে দলে আছেন রিয়াদ, নতুন মুখ সানজামুল

0
1276

গড়াইনিউজ২৪.কম:: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ স্পিনার সানজামুল ইসলাম। দলে আছেন শুভাগত হোম। টেস্ট সিরিজে লিটন কুমার দাস থাকলেও ওয়ানডে সিরিজের স্কোয়াডে তার নাম নেই। তবে, আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এই স্কোয়াডে আছেন মোট পাঁচজন পেসার। স্পেশাল স্পিনার বলতে আছেন সানজামুল ইসলাম। সেই সাথে আছেন স্পিন-অলরাউন্ডার শুভাগত হোম। আর স্পিনারদের তালিকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই। তবে, স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই স্কোয়াডে জায়গা পাননি। আজ সারাদিন গুঞ্জন চলেছে যে মাহমুদউল্লাহ রিয়াদকে ওয়ানডে স্কোয়াডে হয়তো দেখা যাবে না। তবে, সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি স্কোয়াডে আছেন। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশিস রায়, সানজামুল ইসলাম।