ঈশ্বরদীতে তিন দিন ব্যাপী জ্যাক গাড়ীর বিশাল মেলার উদ্বোধন

0
1252

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগরে খায়রুল ফিলিং ষ্টেশন চত্বরে গতকাল শনিবার দুপুরে আলম মটরর্স এর তিন দিন ব্যাপী জ্যাক গাড়ীর বিশাল মেলার উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জ্যাক গাড়ীর মেলার উদ্বোধন করেন, খায়রুল এগ্রো লিমিটেড’র পরিচালক ও ঈশ্বরদী উপজেলা চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব খায়রুল ইসলাম। আলম মটরর্স এর রাজশাহী ডিভিশনের সিনিয়র মার্কেটিং অফিসার নাহিদ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছলিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী উপজেলা ধান-চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মোল্লা, আলম মটরর্স এর পাবনা-ঈশ্বরদীর মার্কেটিং অফিসার সাজেদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিম আহমেদ ও সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম। এছাড়া জয়নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাপ্তাহিক পদ্মার খবরের সম্পাাদক ও চাউল ব্যবসায়ী আমিরুল ইসলাম রিংকু। বক্তারা বলেন, জয়নগরে আলম মটরর্স এর ৩ দিন ব্যাপী জ্যাক গাড়ীর বিশাল মেলার উদ্বোধন হওয়াতে আমরা গর্বিত। ক্রেতারা সহজেই তাদের হাতের নাগালে পেয়ে যাবেন চায়নার তৈরী আধুনিক জ্যাক গাড়ী। জ্যাক গাড়ী জ্বালানী সাশ্রয়ী, জাপানী প্রযুক্তিতে তৈরী, অরিজিনাল পার্টস এর সহজলভ্যতাসহ এই গাড়ীতে আধুনিক সকল সিস্টম রয়েছে। অনেকের গাড়ী কেনার সখ থাকলেও টাকার কারণে কেনা সম্ভব হয়না। জ্যাক গাড়ী দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশে পরিবহন ব্যবসায়ীদের সেবা প্রদান করে আসছেন। আলম মটরর্স নগদ ও সহজ কিস্তিতে ক্রেতাদের গাড়ীর মালিক হওয়ার সুযোগ করে দিবেন।