বঙ্গভবনে যাচ্ছে বিএনপি

0
1290

গড়াইনিউজ২৪.কম:: রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরর রিজভী প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাবেন। রুহুল আলম চৌধুরী নিজেই  এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনেরর প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও একথা জানান। রুহুল আমিন বলেন, ‘রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। আগামীকাল আমি ও রিজভী ভাইকে দায়িত্ব দেয়া হয়েছে বঙ্গভবনে চেয়ারপারসনের প্রস্তাবনাটি পৌঁছে দিতে।’ গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি। তবে বিএনপি নেতারা আশা করলেও শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পথে। শুরু হয়েছে নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোর। সাংবিধানিক এই পদটি পূরণের ক্ষমতা রাষ্ট্রপতির। বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।

তবে খালেদা জিয়ার প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে না সরকারি দল আওয়ামী লীগ। এই প্রস্তাবনায় নতুন কিছু নেই বলে দাবি সরকারি দলের। ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাবনা নাকচ করা হয়েছে। গত শনিবার বঙ্গভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সংক্রান্ত প্রশ্নকে তেমন গুরুত্ব দেননি। তবে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠিনের এখতিয়ার রাষ্ট্রপতির। তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারে।