জাতিসংঘের খাদ্যবিষয়ক সম্মেলনে প্রধানমন্ত্রী

0
80
ছবি/ সংগৃহীত

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ইতালির রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে এই সম্মেলন হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় সোমবার বিকেলে এফএও সদরদপ্তরে যান। ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে রোববার বিকেলে ইতালির রাজধানী রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের এ সম্মেলনের লক্ষ্য হলো, ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলনের পদক্ষেপের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা করা। একই সঙ্গে প্রতিশ্রুতিপ্রাপ্ত দেশগুলোর জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করা এবং স্থায়ী বাধা ও সাফল্য চিহ্নিত করা।