কাওরান বাজার ভেঙে পড়লে দায়ী ব্যবসায়ীরা: মেয়র আতিক

0
81
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর কাওরান বাজার ঝুঁকিপূর্ণ। এই মার্কেট ভেঙে পড়লে তার দায়িত্ব ব্যবসায়ীদের নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবন অডিটরিয়ামে কাওরান বাজারস্থ ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিএনসিসি অঞ্চল-৫ এর আওতাধীন কাওরান বাজার স্থানান্তরের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই না কেউ বেকার হয়ে যাক। যেখানে যাদের বাড়িঘর নেই তাদের এবং রোহিঙ্গাদেরও প্রধানমন্ত্রী আশ্রয় দিচ্ছেন। আপনাদের (ব্যবসায়ীদের) কাওকে বেকার করার প্রশ্নই ওঠে না। আরও নিরাপদে ভালোভাবে সুন্দর পরিবেশে স্মার্ট বাংলাদেশে, স্মার্ট মার্কেট হবে এই নিশ্চয়তা দিতে পারি ব্যবসায়ীদের।’ তিনি বলেন, ‘আসুন আপনারা আমরা মিলে একটি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে আসি। এজন্য একটি কমিটি করে দিতে চাই। সেই কমিটিতে ১১ জন সদস্য থাকবে। এর মধ্যে থাকবেন ৩ কাউন্সিলর, সুপার মার্কেট থেকে ২ জন, পচনশীল মার্কেট থেকে ২ জন, সিটি কর্পোরেশন থেকেও সদস্য থাকবে। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি আমাদের রিপোর্ট দেবে। তাই আপনাদের (ব্যবসায়ীদের) সহযোগিতা চাই।’ মেয়র আতিক আরও বলেন, ‘সারা বিশ্বে রাজধানীর মিডিল পয়েন্টে কোথাও হোলসেল মার্কেট থাকে না। প্রধানমন্ত্রী বলেছেন যাত্রাবাড়ী ও গাবতলীতে হবে হোলসেল মার্কেট। আমরা সেটাই করতে যাচ্ছি।’