জঙ্গি তৎপরতায় জড়িতদেরকে সময় মত আত্মসমর্পণের আহ্বান : স্বরাষ্ট্রমন্ত্রী

0
1935

গড়াইনিউজ২৪.কম::জঙ্গি তৎপরতায় জড়িতদেরকে সময় মত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নইলে সবার পরিণতিই রূপনগরের জঙ্গিনেতার মত হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর তেজঁগাওয়ে এক আলোচনায় এ কথা বলেন মন্ত্রী। জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজনদেরকে কেন গুলি করা হয় সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অভিযোগ, জঙ্গিদেরকে মেরে ফেলা হচ্ছে ইচ্ছে করে। অভিযানে নিহতরা প্রকৃত জঙ্গি কি না সে প্রশ্নও তুলেছেন বিএনপি নেত্রী। গত ১ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া বলেন, ‘কিছু মানুষ তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) কাছে ধরা থাকে। কিছুদিন পর দাঁড়ি, চুল বড় হয়, পরে তাদের সামনে নিয়ে আসে। বলা হয়, এবার জেএমবি, হরকাতুল জিহাদ। এরা মানুষ হত্যা করছে। কিন্তু পরে তাদের কাছ থেকে কী তথ্য পাওয়া যায় তা প্রকাশ করা হয় না।’ স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ার মত রূপনগরের নিহত জঙ্গিনেতাকেও আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। তিনি বলেন, ‘আমরা নিহত জঙ্গিকে জীবিত গ্রেপ্তার করতে চেয়েছিলাম। কিন্তু অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা হামলা শুরু করে। পরে বাধ্য হয়ে পুলিশ কাউন্টার অ্যাটাক করেছে। এতে ওই জঙ্গি মারা যায়।’ অভিযানের সময় জঙ্গিরা পুলিশের উপর আগে হামলা না করলে তাকে জীবিত গ্রেপ্তার করা যেত বলে মনে করেন মন্ত্রী। আহত পুলিশ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, অভিযানের সময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।