জঙ্গিবাদ পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

0
1184

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, গড়াইনিউজ২৪:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদ পুলিশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। আপনারা সবাই চোখ কান খোলা রাখুন। কারা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত, এদের চিহ্নিত করবেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। নিজের সন্তানদের প্রতি খোঁজ রাখুন। তারা কোথায় যায়, কার সঙ্গে মেলামেশা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত যাচ্ছে কি না সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’ শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।  দুই কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে রহনপুরে নবনির্মিত পুলিশ তদন্তকেন্দ্র সংলগ্ন মাঠে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মন্ডল, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরসিদ হোসেন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ন স ম মাহবুবুর রহমান মিন্টু, বরেন্দ্র’র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী প্রমুখ। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশ কার্যালয়ের সামনে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি।  এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্ত সংলগ্ন ফেনসিডিলের কারখানার ব্যাপারে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। কিছু কারখানা বন্ধ হলেও এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এসব কারখানা বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হবে।’ চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশ কার্যালয়ের সামনে ধ্বংস করা বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে ছিল ৪০ হাজার ১৮৭ বোতল ফেনসিডিল, ১৫৬ কেজি গাঁজা, দুই হাজার ১৩৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ৯৯০ বোতল দেশি-বিদেশি মদ, ও ৯৩৪ পিস ইঞ্জেকশন ও বিয়ার।