ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড এ ভূষিত হলেন ডা. এ.এফ.এম আমিনুল হক রতন!

0
325
চিকিৎসা ও মানবসেবায় অনন্য অবদান রাখার জন্য “ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড” পাচ্ছেন কুষ্টিয়ার খ্যাতিমান চিকিৎসক ডা. এ.এফ.এম আমিনুল হক রতন।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: চিকিৎসা ও মানবসেবায় অনন্য অবদান রাখার জন্য “ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড” পাচ্ছেন কুষ্টিয়ার খ্যাতিমান চিকিৎসক ডা. এ.এফ.এম আমিনুল হক রতন। কোলকাতার প্রগতি বাংলা উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ অরিজিৎ কুমার নিয়োগীর আমন্ত্রণে ডাঃ আমিনুল হক রতনের কোলকাতা যাবার কথা রয়েছে। আজ ৩ এপ্রিল কোলকাতার জাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে প্রগতি বাংলা উৎসব ২০২২’র বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড” ডাঃ আমিনুল হক রতনের হাতে তুলে দিবেন অনুষ্ঠানের প্রধান অতিথি। কোলকাতার প্রগতি বাংলা উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ অরিজিৎ কুমার নিয়োগী ডা.আমিনুল হক রতনকে পত্রের মাধ্যমে এ্যাওয়ার্ড প্রদানের বিষয়টি অবহিত করেছেন। এ অনুষ্ঠানে পশ্চিম বঙ্গের মন্ত্রী, এমপিসহ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে জানাগেছে। শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র, ডাঃ তোফাজ্জুল হেলথ সেন্টার ও ডায়াগষ্টিক, ডাঃ লিজা-ডাঃ রতন ম্যাটস্, ডাঃ লিজা নার্সিং ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাঃ এএফএম আমিনুল হক রতন এর পারিবারিক সূত্রে জানাগেছে, ডাঃ এ এফ এম আমিনুল হক রতন একজন সংগ্রামী মানুষ। সমাজ সেবক দুর্নীতিমুক্ত কৃষ্টি সাংস্কৃতিক মনা মানবিক দৃষ্টিযুক্ত সময়ের সাহসী সন্তান। চিকিৎসক পরিবারের সদস্য, নিরঅহংকার, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ এবং সর্ব মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ছাত্রজীবনে একাধারে যেমন ছিলেন কৃতি খেলোয়াড়, এ্যাথলেট, সুবক্তা, আবৃত্তিকার তেমন ছিলেন মেধাবী ছাত্র। আবার ছিলেন রাজপথ কাপাঁনো ছাত্রনেতা। অন্যায়ের সাথে যিনি কখনো আপোষ করেননি। জেল জুলুম হামলা মামলা কোন চাপই তাকে নুন্যতম আদর্শচুত করতে পারেনি। একজন সৎ পেশাজীবী, নির্লোভ মানুষ হিসেবে কুষ্টিয়ার আপামর জনগণের কাছে বিশেষভাবে সমাদৃত, সম্মানিত ও গ্রহণযোগ্য নেতা। যিনি সব সময় ডাঃ আমিনুল হক রতন নন বরং রতন ডাক্তার হিসেবে সকলের কাছে সুপরিচিত। একজন মানবতাবাদী, স্পষ্টবাদী মানবিক মানুষ। মানবতার সেবায় সমস্ত জীবন সম্পৃক্ত রেখেছেন- মানব কল্যানই তার ব্রত।