কুষ্টিয়া লাহনীপাড়া টুরিষ্ট পয়েন্ট রেষ্টুরেন্টে উপছে পড়া ভিড়!

0
502
গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া কুমারখালী উপজেলার লাহনীপাড়া মোড় ঢাকা রোড সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ভাবে গড়ে উঠেছে টুরিষ্ট পয়েন্ট রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ। করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলামের সাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করেন, ৩১ মার্চ হতে দুই সপ্তাহের জন্য জেলায় সকল ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং হোটেল রেস্টুরেন্ট গুলোতে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সরোজমিনে গিয়ে দেখা যায় টুরিষ্ট পয়েন্ট রেস্টুরেন্ট মালিক পক্ষ কোন নিয়ম না মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। এখানে আসা মানুষের মুখে মাস্ক নেই। এখানে ছোট বড় সাবাই গাদাগাদি করে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। নো মাস্ক নো সার্ভিস এর কোন বালাই নেই এখানে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে। রাতে গেলে দেখা যায়, টুনি বাল্বের আলোতে মেয়ে ছেলে একজায়গায় বসে আছে। আলো স্বল্পতার কারণে এখানে অনৈতিক কার্যকলাপের সংখ্যা রয়েছে। পাশেই রেললাইনের জঙ্গল এখানে সন্ধ্যার পরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। এতে করে রেস্টুরেন্টের কারণে যাতে উঠতি বয়সের যুবক-যুবতীরা অনৈতিক কাজে লিপ্ত হতে পারে এমন আশঙ্কা জানান এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন। রেস্টুরেন্ট মালিক সুমন হোসেন জানান, আমার রেস্টুরেন্ট চালানোর সব কাগজপত্র আছে। এখানে কোন অনৈতিক কার্যকলাপ হয় না। এই বিষয়ে নির্বাহি কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, রেস্টুরেন্ট রেলের জায়গায় আছে। এটা অনুমতি উপজেলা প্রশাসন দিতে পারে না। তবে করোনার সময় গণজমায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।