পৃথিবীসদৃশ গ্রহের সন্ধান!

0
2872
গড়াইনিউজ২৪.কম:: পৃথিবীসদৃশ নতুন একটি গ্রহ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞানীরা। আমাদের ছায়াপথের আশেপাশেই এই গ্রহটির অবস্থান। গ্রহটির তারা থেকে কক্ষপথটির যে দূরত্ব রয়েছে তাতে এখানে জীবন থাকার আশা রয়েছে। শুক্রবার জার্মানির সাপ্তাহিক দের স্পেগেলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌরগজতের বাইরের নক্ষত্র তারা প্রক্সিমা সেন্টারাইকে ঘিরে গ্রহটি আবর্তিত হচ্ছে। এটি আলফ সেন্টারাই নক্ষত্রপুঞ্জের একটি অংশ।  একটি সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিনে বলা হয়েছে, নামহীন ঐ গ্রহটি দেখতে পৃথিবীর মতো। প্রক্সিমা সেন্টারাই থেকে এর দূরত্ব দেখে মনে হচ্ছে গ্রহটির ভূপৃষ্ঠে পানি থাকতে পারে। আর এটি জীবনের অস্তিত্ব থাকার প্রধান উপাদান।  সূত্রটি আরো জানিয়েছে, এর আগে এতো বেশি পৃথিবীসাদৃশ গ্রহ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। আগস্টের শেষের দিকে ইউরোপিয়ান সাউদার্ন ওবজারভেটরি (ইএসও) এই সন্ধানের বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে।  প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইএসও’র মুখপাত্র রিচার্ড হুককে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, এই বিষয়ে শুনেছি। তবে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি। গত বছর পৃথিবীর কাছাকাছি যমজ গ্রহের সন্ধানের কথা জানায় নাসা। কেপলার ৪৫২ গ্রহটির পৃথিবী থেকে ৬০ শতাংশ বেশি বড়। সেখানে আমাদের গ্রহের মতো সক্রিয় আগ্নেয়গিরি, সাগর ও সূর্যাস্ত রয়েছে বলে জানায় বিজ্ঞানীরা। গ্রহটি ৩৮৫ দিনে এক বছর হয়। কিন্তু ঐ গ্রহ পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে। এতো দূরে হওয়ায় মানুষের সেখানে পৌঁছানোর আশা খুবই ক্ষীণ। এদিক দিয়ে তুলনা করলে প্রক্সিমা সেন্টারাই নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত পৃথিবীসদৃশ গ্রহটির দূরত্ব মাত্র ৪.২৪ আলোকবর্ষ দূরে।